ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : গোপীবল্লভপুরের চোরচিতা চোরেশ্বর মন্দিরে চড়ক পুজো হয়। এই উপলক্ষে এলাকার গুরুত্বপূর্ণ লোকৎসব চড়ক। লোকশ্রুতি যে, এই দিনে শিব-উপাসক বানরাজা দ্বারকাধীশ কৃষ্ণের সংগে যুদ্ধে ক্ষত-বিক্ষত হয়ে মহাদেবের প্রীতি উৎপাদন করে অমরত্ব লাভের আকাঙ্ক্ষায় ভক্তিসূচক নৃত্যগীতের মাধ্যমে নিজ গাত্ররক্ত দ্বারা শিবকে তুষ্ট করে অভীষ্ট সিদ্ধ করেন। সেই স্মৃতিতে শৈব সম্প্রদায় এই দিন থেকে শিবপ্রীতির জন্য এই উৎসব পালন করে থাকেন।