Breaking
2 Nov 2024, Sat

হাতির ভয়ে পূজো দিতে আসতে পারলেন না গ্রামবাসীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জামবনী ব্লকের ফুলবেড়িয়া,বাকড়া,জুয়াশোল,চিরকুন্ডীর গ্রামে ঘোরাঘুরি করছে দলমা হাতি।আর সেই হাতির কারনেই আতঙ্কিত গ্রামের মানুষজন।ঘুটিয়া গ্রামের বাসন্তী পূজোতে পূজো দিতে ও মেলা দেখতে আসতে পারছেন না গ্রামের বাসিন্দারা।দিনের বেলায় ও ঘরবন্দি থাকছেন গ্রামবাসীরা।ঘুটিয়া সার্বজনীন বাসন্তী পূজো কমিটির সদস্য দেবব্রত বারিক ও পজো কমিটির কোষাধক্ষ্য প্রশান্ত বেরা বলেন আমাদের এই পূজো বহু পুরোনো,আমাদের এই ঘুটিয়া গ্রামে পূজো দেখতে আসেন পার্শবর্তী এলাকার মানুষজন।কিন্তু আমাদের এলাকায় দলমা হাতি রয়েছে প্রায় বারোটি দুটি শাবক ও রয়েছে।হাতির ভয়ে ফুলবেড়িয়া,বাকড়া,জুয়াশোলের মানুষজন পূজো দিতে আসতে পারেন নি।এই সমস্যায় বনদফতর সবসময় এলার্ট রয়েছেন কিন্তু হাতি গুলোকে তাড়িয়ে আমতলার জঙ্গলে পাঠিয়ে দিলেও তারা আবার লোকালয়ে চলে আসছে।এলাকার মানুষজন খুব আতঙ্কে রয়েছেন।মূলত পূজো উপলক্ষে রাতের বেলায় মানুষজন আসেন আমাদের জুয়াশোল, বাকড়া,ফুলবেড়িয়া গ্রাম গুলো জঙ্গলে ঘেরা।তাই মানুষজন পূজো দেখতে আসতে ভয় করছেন।
তথ্য ও ছবি :আকাশ শীট

Developed by