Breaking
6 Jan 2025, Mon

অভিনব দেওয়াল লিখন মহিলাদের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের বিরিহাড়ি গ্রাম। একসময় এই বিরিহাড়িই ছিল মাওবাদীদের আঁতুড় ঘর। এখন জঙ্গলমহলে উন্নয়ন হয়েছে। আবার মাওবাদীরাও সমাজের মূলস্রোতে ফিরে এসেছেন। তৃণমূলের সঙ্গে উন্নয়নের কাজে তারা সামিল হয়েছেন। এখন ওই গ্রামের মহিলারাই দেওয়াল লিখনে ব্যস্ত। তাঁদের দেওয়াল লিখনটা অন্যান্য রাজনৈতিক দলের দেওয়াল লিখনের থেকে আলাদা। তারা সবাই তৃণমূলের লোগো আঁকা শাড়ি পড়ে দেওয়াল লিখনে ব্যস্ত।শুধু নিজের গ্রাম বিরিহাড়ি নয়, পাশাপাশি গ্রামেও দেওয়াল লিখন করছেন ওই মহিলারা।

Developed by