Breaking
5 Jan 2025, Sun

দল বদলানোর খেলা অব্যাহত,ঝাড়গ্রামে বিজেপির ঘর ভাঙল তৃণমূল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ভোটের মুখে বিভিন্ন রাজনৈতিক দল ভাঙার চিত্র দেখা যাচ্ছে ঝাড়গ্রামে। কখনও তৃণমূল ছেড়ে বিজেপিতে, কখন সিপিএম ছেড়ে তৃণমূলে,
আবার কখনও বা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের যেন হিড়িক পড়েছে ঝাড়গ্রামে। এবার বিজেপির ঘর ভাঙনের চিত্র দেখা গেল ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকে। দল বদলানোর খেলা একরকম অব্যাহত। সেই রকমই ছবি শনিবার দেখা গেল। আবার বিজেপি ছেড়ে বেশ কিছু কর্মী যোগ দিলেন তৃণমূলে। নয়াগ্রামের গড়খেলাড়ে তৃনমূলের দলীয় সভায় ব্লক সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্তের হাত ধরে তৃনমূলে যোগদান করলেন কয়েক’শো বিজেপি কর্মী।

Developed by