ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : গত কয়েকদিন ধরেই বিকেলে ঝড়-বৃষ্টি হচ্ছে। যার ফলে হুল পড়ে এবং বৃষ্টিতে নষ্ট হয়েছে তরমুজ। জমি থেকে তোলার সময়ও পায়নি চাষিরা। গোপীবল্লভপুর, বেলিয়াবেড়া ব্লকের বিভিন্ন গ্রামে একই দৃশ্য। তাই মাথায় হাত পড়েছে তরমুজ চাষিদের। প্রখর রৌদ্রে বিক্রির বাজার থাকলেও জমি থেকেই তোলা যাচ্ছে না তরমুজ। জমিতে পড়েই নষ্ট হচ্ছে তরমুজ। তাই তড়িঘড়ি অল্প দামেই বিক্রি করতে হচ্ছে চাষিদের। যদি চাষের খরচটুকুও ওঠে !
তথ্য ও ছবি : বুদ্ধদেব বেরা