Breaking
5 Jan 2025, Sun

বাসন্তী পুজোর মহাঅষ্টমীতে মেতে উঠল ঝাড়গ্রামবাসী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শনিবার বাসন্তী পুজোর মহাঅষ্টমীতে মেতে উঠল ঝাড়গ্রামবাসী। পুষ্পাঞ্জলি দিতে লম্বা ভিড় পুজো মণ্ডপ গুলিতে। ঝাড়গ্রাম শহরের শক্তিনগর সান্টু স্মৃতি সংঘের উদ্যোগে ‘সার্বজনীন বাসন্তী পুজো’ এবারে ন’বছরে পড়েছে। এদিন সকাল ৭ টা থেকেই শুরু হয়েছে অষ্টমী পুজো। তখন থেকেই ভক্তদের ভিড় লক্ষণীয়। ঝাড়গ্রাম শহরের শক্তিনগর এলাকায় ননীবালা বালিকা বিদ্যালয়ের মাঠে ৫ দিন ধরে চলে এই পুজো এবং প্রতিদিন সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মহানবমীতে মায়ের অন্নভোগ বিতরণ করা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শক্তিনগর, জামদা, ঝরিয়া , গাইঘাটা, বাছুরডোবা, বলরামডিহি সহ সকল এলাকার বাসিন্দারা এই পুজোর পাঁচদিন আনন্দে মেতে থাকেন। আগামী ১৬ তারিখ অভিনেত্রী পায়েল অনুষ্ঠান করতে এখানে আসছেন।

Developed by