Breaking
7 Jan 2025, Tue

দিনদুপুরে খোদ ঝাড়গ্রাম শহরে চুরির চেষ্টা, প্রতিবেশির চিৎকারে পালালো চোরের দল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুক্রবার ঝাড়গ্রাম শহরেই দুঃসাহসিক চুরির ঘটনার হাত থেকে রেহাই পেল এক শিক্ষক দম্পতি। শহরের ১৫ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা এলাকার ঘটনা। বাড়ির মালিক শিক্ষক সুধাংশুশেখর মাহাতো ও তাঁর স্ত্রী শিক্ষিকা রীনা মাহাতো। তাঁদের দুই ছেলে কর্মসূত্রে কলকাতায় থাকেন। এদিন শিক্ষক দম্পতি স্কুলে চলে যাওয়ার পর জনা ছয়েক চোরের দল বাড়ির প্রাচীর টপকে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। তারপর দরজার তালা ভাঙছিল চোরের দল। তালা ভাঙার আওয়াজ পেয়ে পাশের বাড়ির এক মহিলা চোর চোর বলে চিৎকার করার পর চোরের দল পালিয়ে যায়। দিনের বেলা ঝাড়গ্রাম শহরের মধ্যে এহেন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। শিক্ষক দম্পতি ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Developed by