Breaking
7 Jan 2025, Tue

লালগড়ের ব্রীজে প্রায় ৩০ টি দলমার হাতি, ভয়ে কাঁপছে গ্রামবাসীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুক্রবার রাতে লালগড়ের ব্রীজে প্রায় ৩০ টি দলমার হাতি উঠে পড়ে। যার জেরে আতঙ্ক ছড়িয়েছে লালগড়ে। গ্রামবাসীরা এতটাই আতঙ্কিত যে, হাতির দল যদি ব্রীজ পেরিয়ে যদি ঢুকে পড়ে লোকালয়ে। তখন হিতে বিপরীত ঘটতে পারে। যদিও সতর্ক রয়েছেন বনকর্মীরা।

Developed by