Breaking
7 Jan 2025, Tue

কংগ্রেস প্রার্থী যজ্ঞেশ্বর হেমব্রমের সমর্থনে প্রচার হুমগড়ে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী যজ্ঞেশ্বর হেমব্রমের সমর্থনে প্রচার হুমগড়ে প্রচার করল কংগ্রেস। এদিন হুমগড়ে প্রচার সভায় প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য। সুব্রত ভট্টাচার্য বলেন,‘নানা ভাবে লোকসভা নির্বাচনের গুরুত্বটাকে কমিয়ে আনা হচ্ছে সাধারণ মানুষের কাছে। যে লোকসভায় একদিন জহরলাল নেহেরুর মত পাণ্ডিত্যবান মানুষ এবং সর্দার বল্লভভাই প্যাটেলের মত দৃঢ় ব্যক্তিত্বরা দেশকে পরিচালনা করেছেন, সে জায়গায় আজ নুসরৎ, মিমিদের মত অরাজনৈতিক ব্যক্তিত্বকে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এটা দেশের পক্ষে ভয়ঙ্কর ব্যাপার। জাতীয় কংগ্রেস রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রার্থী করেছে, আপনারা তাঁদেরকে ভোট দিয়ে জয়ী করিয়ে গণতন্ত্রকে মজবুত করুন।’

Developed by