Breaking
2 Jan 2025, Thu

ডুলুং নদীর উপর যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হচ্ছে বাইপাস রোড

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ডুলুং নদীর উপর যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হচ্ছে বাইপাস রোড বানানোর কাজ। গত সোমবার হঠাৎই ব্রীজের মাঝের অংশ আচমকা বসে যায়। তারপর থেকেই যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল পুলিশ। গোপীবল্লভপুর ২ ব্লকের রগড়া থেকে ঝাড়গ্রাম যাওয়ার ব্যস্ততম রাস্তার উপর বড়ামারাতে ডুলুং নদীর উপর ব্রীজ বসে যাওয়ার ঘটনাটি ঘটেছিল। সে দিন থেকেই ব্রীজের উপর দিয়ে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। সামনেই ভোট। তাই এই মুহূর্তে দ্রুত গতিতে বাইপাস রোড বানানোর কাজ চলছে।

Developed by