Breaking
2 Jan 2025, Thu

মারুতির ধাক্কায় মৃত্যু হল রামভক্ত হনুমানের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- মারুতির ধাক্কায় মৃত্যু হল রামভক্ত হনুমানের। শুক্রবার সকালে ঝাড়গ্রাম-বিনপুর ৫ নম্বর রাজ্য সড়কে আধাঁরিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, এদিন সকালে আঁধারিয়া এলাকায় ঘোরাঘুরি করছিল একটি পূর্ন বয়স্ক হনুমান। সকাল সাড়ে দশটা নাগাদ হনুমানটি রাস্তা পারাপার করতে গিয়ে একটি মারুতির সামনে পড়ে যায়। মারুতিটি দ্রুত গতিতে থাকা প্রচন্ড জোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা হনুমানটিকে উদ্ধার করে। হনুমানটিকে জল দেয় ও বাতাস করতে থাকে। বিনপুর থানার পুলিস ও স্থানীয় বাসিন্দারা হনুমানটিকে পিকআপ ভ্যানে চাপিয়ে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে নিয়ে যায়। সেখানে পশু চিকিৎসক হনুমানটিকে মৃত বলে ঘোঘনা করেন

Developed by