Breaking
28 Dec 2024, Sat

পাটাশিমূলে রোড শো তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন টুডুর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম ব্লকের পাটাশিমূল অঞ্চলে রোড শো করল তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন টুডু। এদিন মিনি পিকআপ ভ্যানে মাইক বাজিয়ে প্রচার করেন। প্রার্থীর সঙ্গে প্রচারে রয়েছেন বিধায়ক চূড়ামনি মাহাতো, জেলা তৃণমূলের নেতা দুর্গেশ মল্লদেব, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শুভ্রা মাহাতো, ব্লক সভাপতি রবীন্দ্রনাথ মাহাতো প্রমুখ।

Developed by