ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ভবিষ্যতের ভূত’ সিনেমা বন্ধ করায় জরিমানার মুখে পড়লো রাজ্য সরকার। রাজ্য সরকারকে ২০ লাখ টাকা জরিমানা ধার্য্য করলো সুপ্রিম কোর্ট।
বাক স্বাধীনতার অধিকার খর্ব করার জন্য প্রযোজক সংস্থা ও হল মালিকদের ২০ লাখ টাকা জরিমানা দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালত রায় দিয়ে জানিয়েছে, সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘ভবিষ্যতের ভূত’। ছাড়পত্র পাওয়া ছবিকে কোনওমতেই বন্ধ করা যায় না। উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি মুক্তি পায় পরিচালক অনীক দত্তের ছবি ‘ভবিষ্যতের ভূত’। ছবি মুক্তির ঠিক পরদিন অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি থেকেই ছবিটি রাজ্যের বেশিরভাগ হল থেকে তুলে নেওয়া হয়।
তবে কী কারণে বা কার নির্দেশে ছবিটি প্রেক্ষাগৃহগুলি থেকে তুলে নেওয়া হল তার কোনও সঠিক জবাব পাওয়া যায়নি। ছবি বন্ধের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ‘ভবিষ্যতের ভূত’-এর প্রযোজক সংস্থা।