Breaking
24 Dec 2024, Tue

ভোট দিয়ে ফেরার পথে বিজেপি কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বিজেপির কর্মী সমর্থকদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মারুগঞ্জ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা গোপাল ঘোষ, দেবেশ্বর বর্মন ও মহাদেব পাল সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী পুর্ব মরাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তৃণমূলের কর্মীরা তাদের পথ আটকায় ও তাদের মারধর করা হয় বলে অভিযোগ। আহত গোপাল ঘোষ, দেবেশ্বর বর্মন ও মহাদেব পালকে মারুগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন। আক্রান্তদের অভিযোগ, বিজেপিকে ভোট দেওয়ার কারণেই তাদের ওপর হামলা চালায় তৃণমূল। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।

Developed by