ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে দিল্লি দখলের লড়াই| প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে দক্ষিণ ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশেও। প্রথম দফায় অন্ধ্রপ্রদেশের ২৫টি সংসদীয় আসনে ভোটগ্রহণ হচ্ছে| এদিন ভাগ্য নির্ধারণ হবে ৩১৯ জন প্রার্থীর| প্রধান রাজনৈতিক দলগুলি হল-বিজেপি, কংগ্রেস, টিডিপি, ওয়াইএসআরসি এবং জনসেনা| অন্ধ্রপ্রদেশে মোট পোলিং সেন্টারের সংখ্যা হল-৪৫৯২০|
এদিন সকাল ভোটাধিকার প্রয়োগ করেছেন তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র সুপ্রিমো তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে সপরিবারে ভোট দিয়েছেন চন্দ্রবাবু নাইডু। অন্যদিকে, সকাল ন’টার মধ্যেই ভোট দিয়েছেন বিজওয়ারার টিডিপি প্রার্থী কেসিনেনি শ্রীনিবাস। বিজওয়ারার গুনাদালায় সেন্ট জোসেফ গার্লস হাইস্কুলে ভোট দিয়েছেন তিনি।