Breaking
29 Dec 2024, Sun

LIVE : কোথাও মারধর, কোথাও ছাপ্পা ; ভোট শুরু হতেই একাধিক অভিযোগ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- দেশের 17 টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে রাজ্যের দুটি আসনেও চলছে ভোটগ্রহণ। আজ প্রথম দফায় আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোট হচ্ছে। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধে ছ’টা পর্যন্ত। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে এই দুই জেলা। নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যের সশস্ত্র পুলিশ। সঙ্গে থাকছেন মাইক্রো অবজ়ারভাররা। ওয়েবকাস্টিং, ভিডিয়ো ক্যামেরা ও CCTV-র নজরদারি রয়েছে। বুথের সুরক্ষা ব্যবস্থাকে সাহায্য করতে রাখা হয়েছে কুইক রেসপন্স টিমও।

LIVE আপডেট :

কোচবিহার :

উত্তর মরাডাঙার 105 নম্বর বুথে এখনও EVM মেশিন খারাপদিনহাটার মাতালহাটে তৃণমূল-BJP সংঘর্ষতাঁর প্রতি ক্ষোভ উগরে দেন তৃণমূল জেলা সভাপতি। বলেন, “খুঁজে পাচ্ছি না। কাকে জানাব?”কোচবিহার ছাড়ছেন স্পেশাল পুলিশ অবজ়ারভার বিবেক দুবেসীমান্তবর্তী এলাকায় BSF ভোট প্রক্রিয়ায় নাক গলাচ্ছে। অভিযোগ করলেন রবীন্দ্রনাথ ঘোষ14/211 নম্বর বুথে গয়েরকাটা উচ্চ বিদ্যালয়ে VVPAT খারাপকেন্দ্রীয় বাহিনীর জওয়ানের সঙ্গে তর্কে জড়ালেন রবীন্দ্রনাথ ঘোষভোট দিলেন রবীন্দ্রনাথ ঘোষকমিশনে খবর দেওয়া হয়েছেভেটাগুড়িতে 7/234A নম্বর বুথে বিকল EVM মাথাভাঙায় তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের উপর হামলার ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনেরবড়ভিটা এলাকার 130 ও 131 নম্বর বুথে ছাপ্পার অভিযোগএকাধিক জায়গায় EVM বিভ্রাট নিয়ে চক্রান্তের অভিযোগ তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষেরবাবুরহাটের 138 নম্বর বুথেও EVM খারাপ পুণ্ডিবাড়ির 37,148,149 নম্বর বুথে EVM খারাপচান্দামারির 4/70, 4/66 বুথে ছাপ্পার অভিযোগ BJP-রশীতলকুচি বিধানসভার 269, 270, 275 ও 275 নম্বর বুথে গণ্ডগোলএক ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয়মেশিনে খারাপের কারণে কোচবিহার গুঁড়িয়াহাঁটি 1 নম্বর বুথে ভোট বন্ধ ছিলমাথাভাঙায় ভোট দিতে যাওয়ার সময় আক্রান্ত তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ তিনজন। মারধরের অভিযোগ BJP-র বিরুদ্ধেকোচবিহার সুনীতি একাডেমিতে তিনটি EVM খারাপকেন্দ্রীয় বাহিনী না থাকায় সেক্টর অফিসার কোনও ব্যবস্থা নিচ্ছে না, অভিযোগ BJP-রওকরাবাড়িতে 7/256, 258, 262, 268, 269 নম্বর বুথে BJP এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগকোচবিহারের রিটার্নিং অফিসার কৌশিক সাহা ভোট পরিদর্শনে বেরিয়েছেনএই বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী নেই। নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে রাজ্য পুলিশসিতাইয়ের 39 নম্বর বুথে পোলিং এজেন্টকে ঢুকতে দিতে বাধার অভিযোগদিনহাটায় 7/165, 7/224 বুথে BJP-র পোলিং এজেন্টকে ঢুকতে দিতে বাধার অভিযোগশুকারুরকুঠি অঞ্চলে তাদের পোলিং এজেন্টদের বুথে বসতে দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। অভিযোগ BJP-রBJP-র পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষেরনাটাবাড়িতে BJP-র পোলিং এজেন্টকে মারধরের অভিযোগদিনহাটায় শুকারুরকুঠিতে ছাপ্পা ভোটের অভিযোগদিনহাটার আবুতারায় BJP এজেন্টকে বুথে ঢুকতে দিতে বাধাশুরু ভোটগ্রহণ

আলিপুরদুয়ার :

12/144 ও 12/143 বুথে বিকল শুরু হয়নি EVM।

ব্যাহত ভোটগ্রহণভোট দিলেন দশরথ
তিরকেসংবাদমাধ্যমের কাছে ভুল স্বীকার করেন। তারপর প্রতীক খুলে ভোট দেন দশরথ তিরকেBJP-র অভিযোগ, দলীয় প্রতীক লাগিয়ে ভোটারদের প্রভাবিত করছেন দশরথ তিরকেবিষয়টি নিয়ে অভিযোগ তোলে BJPজামায় দশরথ তিরকে দলীয় প্রতীক লাগিয়ে ভোট দিতে যানলক্ষ্মীবাগানের 21/224 নম্বর বুথে ভোট দেনভোট দিলেন জন বারলা10/39 বুথে এখনও শুরু হয়নি ভোটগ্রহণ। ফিরে গেলেন দশরথ তিরকেদ্রুত EVM পালটে দেওয়া হবে বলে জানাল কমিশনEVM খারাপ থাকায় ভোট দিতে পারলেন না তৃণমূল কংগ্রেসের প্রার্থী দশরথ তিরকে আলিপুরদুয়ারে শুরু ভোটগ্রহণ

আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থী

দশরথ তিরকে – তৃণমূল কংগ্রেস
জন বারলা – BJP
মোহনলাল বসুমাতা- কংগ্রেস
মিলি ওরাওঁ – RSP

কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী

পরেশ অধিকারী – তৃণমূল কংগ্রেস
নিশীথ প্রামাণিক – BJP
পিয়া রায়চৌধুরি – কংগ্রেস
গোবিন্দ রায় – ফরওয়ার্ড ব্লক

Developed by