Breaking
29 Dec 2024, Sun

আলিপুরদুয়ারে একাধিক বুথে ইভিএম বিকল, ভোট না দিয়ে ফিরে গেলেন তৃণমূল প্রার্থী দশরথ তিরকে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ইভিএম খারাপ থাকায় খারাপ থাকায় ভোট না দিয়ে ফিরে গেলেন আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী দশরথ তিরকে। যা নিয়ে বেজায় ক্ষুব্ধ তৃনমূল প্রার্থী।

জানা গিয়েছে, আজ সকালে কুমারগ্রাম প্রাথমিক স্কুলের ১০/৩৯ নম্বর বুথে ভোট দিতে যান আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী দশরথ তিরকে। কিন্তু ইভিএম খারাপ থাকায় ভোট দিতে না পেরে বেরিয়ে যান তিনি।

এদিকে, আলিপুরদুয়ারের অরবিন্দনগরে ইভিএম বিকল থাকায় ফিরে যাচ্ছেন ভোটাররা। আলিপুরদুয়ারের ৮নং ওয়ার্ডের ঘটনা। অরবিন্দ নগরের বুথে সকাল থেকে ভোটারদের লম্বা লাইন ছিল। ইভিএম বিকল হওয়ায় শুরুতেই বিপত্তি। সময়ে শুরুই করা যায়নি ভোটগ্রহণ পর্ব। বিরক্ত হয়ে ফিরে যান অনেক ভোটাররা। ইভিএম সারানোর কাজ করছেন ভোটকর্মীরা।

Developed by