Breaking
2 Nov 2024, Sat

আঠারো রাজ্য,দুই কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ পর্বের সূচনা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ভারতের নির্বাচন কমিশন ঘোষিত নির্ঘন্ট অনুযায়ী সপ্তদশ সাধারণ নির্বাচনের প্রথম দফার নির্বাচনের সূচনা হল।

আঠারোটি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে মিলিয়ে মোট ৯১আসনে নির্বাচন প্রক্রিয়া চলছে।

পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুই লোকসভা কেন্দ্র নির্বাচন শুরু হয়েছে।

নির্বাচন হচ্ছেঃ অন্ধ্রপ্রদেশ ২৫,তেলেঙ্গানা ১৭,উত্তরপ্রদেশ ৮,মহারাষ্ট্র ৭,আসাম ৫,উত্তরাখণ্ড ৫,বিহার ৪,ওড়িশা ৪,অরুনাচলপ্রদেশ ২,জম্মু কাশ্মীর ২,মেঘালয় ২,পশ্চিমবঙ্গ ২,মনিপুর ১,মিজোরাম ১,নাগাল্যান্ড ১,সিকিম ১,ত্রিপুরা ১,ছত্রিশগড় ১, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ১, লাক্ষাদ্বীপ ১ টি আসন মিলিয়ে মোট ৯১ আসনে নির্বাচন চলছে।

Developed by