Breaking
29 Dec 2024, Sun

ঝাড়গ্রামের কলাবনিতে ভয়াবহ দুর্ঘটনা, শূন্যে উড়ে পড়ল স্করপিও

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বুধবার রাতে ঝাড়গ্রামের কলাবনিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। ৫ নম্বর রাজ্য সড়কে ঘটনাটি ঘটেছে কলাবনির ক্যানেলের কাছে। দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা গিয়েছেন গাড়ির চালক শুভঙ্কর দাস(৩৪)। তাঁর বাড়ি ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরায়।
জানা গিয়েছে, এদিন রাত সাড়ে ন’টা নাগাদ লোধাশুলির দিক থেকে সাদা স্করপিও গাড়িটি ঝাড়গ্রামের দিকে আসছিল। ওই সময় গাড়িটি দ্রুত গতিতে থাকায় রাত্রিতে কলাবনির ক্যানেলের কাছে টার্নিং এ নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে গাছে। তারপর গাড়িটি শূন্যে উড়ে গিয়ে নীচে পড়ে যায়। ঘটনাস্থলে হাজির হন ঝাড়গ্রাম থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। তারপর একটি জেসিবি গাড়ি এনে স্করপিও গাড়িটিকে তোলা হয়।

Developed by