Breaking
27 Dec 2024, Fri

হরিদাস ব্যানার্জীর বৌ সোনা পাচারে ব্যাস্ত আর সৌমিত্র খাঁর বৌ ভোট প্রচারে ব্যাস্ত, সুজাতা খাঁ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- “হরিদাস ব্যানার্জীর বৌ সোনা পাচারে ব্যাস্ত ।আর সৌমিত্র খাঁ এর বৌ ভোট প্রচারে ব্যাস্ত ” এভাবেই তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর তোপ দাগলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর স্ত্রী। গত সোমবার জয়পুরের গোকুল নগর মাঠে এক জনসভায় যোগ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ কে নাম না করে ‘বৌ আর বালি নিয়ে ব্যস্ত’ বলে কটাক্ষ করেছিলেন। তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে জেলার রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে ছিল। গত একদিন যাবত চুপ থাকার পর এই প্রথম প্রকাশ্যে সংবাদমাধ্যমের কাছেকড়া জবাব দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা খাঁ।

পূর্ব নির্ধারিত নির্ঘন্ট অনুযায়ী এদিন সুজাতা খাঁ দলীয় নেতৃত্ব সহ কোতুলপুরের রক্ষাকালী মন্দিরে স্বামীর নামে পুজো দেন। পুজো শেষে সংবাদ মাধ্যমের কাছে নিজেদের ক্ষোভ উগরে দেন। তিনি আরো বলেন,”ওনার শিক্ষা দীক্ষা, রুচিশীলতা, পারিবারিক পরিচয় নিয়ে আমার বলার কিছু নেই। ওটা জনগণ বিচার করবেন, আগামী ১২ মে ভোটে বাক্সে প্রতিফলন ঘটবে।আমি এতো দিন জানতাম, উনি কলেজ, বিশ্ববিদ্যালয়ে গণ্ডি পেরিয়েছেন। কিন্তু আমার মনে হয় তা মিথ্যা, প্রকৃত শিক্ষা পেলে এক জন সাংসদ অন্য আর এক জন সাংসদকে এই ধরণের রুচিহীন ভাষায় ব্যক্তিগত আক্রমণ করতে পারতেন না। রাজনৈতিক আক্রমণেই নিজেকে সীমাবদ্ধ রাখতেন।”

সৌমিত্র বাবুর অনুপস্থিতিতে কেমন সাড়া পাচ্ছেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন,অভূতপূর্ব সাড়া পাচ্ছি। বর্তমান পরিস্থিতি আমাকে সক্রিয় রাজনীতিতে আসতে বাধ্য করেছে।

Developed by