Breaking
26 Dec 2024, Thu

মোদীর বায়োপিক রিলিজ আটকে দিল নির্বাচন কমিশন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- গত কয়েক দিন ধরে লাগাতার বিতর্কের পর অবশেষে মোদীর বায়োপিকের মুক্তি আটকে দিল নির্বাচন কমিশন।
গত সপ্তাহেই মুক্তি পাওয়ার কথা ছিল বিবেক ওবেরয় অভিনীত মোদীর বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদী’র। কিন্তু তা পিছিয়ে ঠিক হয়েছিল, ১১ ই এপ্রিল, অর্থাৎ সাত দফা নির্বাচনের প্রথম দিন এই বায়োপিক মুক্তি পাবে। কিন্তু বিরোধীরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলেন, এই বায়োপিক নির্বাচনকে প্রভাবিত করতে পারে। শুধু তাই নয়, এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়। যদিও সুপ্রিম কোর্ট জানিয়েছিল, এব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, মুক্তির একদিন আগে কমিশন জানিয়েছে, আপাতত এই বায়োপিক রিলিজ করা যাবে না। কোনও ধরনেরই বায়োপিক নির্বাচন চলাকালীন রিলিজ করা যাবে না বলে জানিয়েছে কমিশন।

Developed by