Breaking
28 Dec 2024, Sat

রাস্তা সারানোর দাবিতে রান্টুয়া পথ অবরোধ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : গোপীবল্লভপুর ২ ব্লকের কুলিয়ানা অঞ্চলের রান্টুয়াতে পথ অবরোধ করেছেন স্থানীয় দোকানদাররা। তাদের দাবি, রান্টুয়া – নোটা রাস্তা মেরামত করতে হবে। বালি খাদান বন্ধ করতে হবে। কারন বালি খাদানের গাড়ি চলাচলের জন্য রাস্তা খারাপ হয়ে গিয়েছে। সকাল ৯ টা থেকে অবরোধ এখনও চলছে।

Developed by