Breaking
26 Dec 2024, Thu

এম্বুলেন্সে ‘মাশুল’ ! অভিযোগ উঠল বিজেপি ‘পরিচালিত’ ফেরি ঘাটের বিরুদ্ধে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এম্বুলেন্সে ‘মাশুল’ ! শুনেই চমকে উঠলেন ? এও আবার হয় নাকি ? হ্যাঁ, হয়। এমনটাই অভিযোগ উঠল বিজেপি ‘পরিচালিত’ ফেরি ঘাটের বিরুদ্ধে। ঘটনাস্থল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের আসনবনি-জানাঘাটি ফেয়ার ওয়েদার ব্রিজ উন্নয়ন সমিতির নামে। ওই ফেরি ঘাটের কর্তৃপক্ষ একটি এম্বুলেন্সের কাছ থেকে গতকাল ৮০ টাকা ‘মাশুল’ নিয়েছেন। আর তারপরেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ? বিশেষ কিছু পরিষেবার মধ্যে যেখানে এম্বুলেন্সকে সর্বত্র ছাড় দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সেখানে কিভাবে এম্বুলেন্সের কাছ থেকে ‘মাশুল’ নিল তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে।

Developed by