Breaking
24 Dec 2024, Tue

এবার দিন-দুপুরে হানা দিল তৃণমূল, ঘর ভাঙলো বিজেপির

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মঙ্গলবার দিন-দুপুরে হানা দিয়ে তৃণমূল ঘর ভাঙলো বিজেপির। এদিন ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া অঞ্চলের মুড়াবনি বুথের নির্বাচনী প্রচার বৈঠকে যোগ দেয় বিজেপি ছেড়ে মোট ১৯ জন। মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহাশীষ মাহাতোর হাত ধরে তৃণমূলে যোগ দেন লালমোহন মাহাতো সহ বিজেপির ১৯ জন কর্মী। এরা সকলেই আখড়াশোল বুথের কর্মী ছিলেন। নির্বাচনী প্রচার বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির ভাইস চেয়ারম্যান রেখা সরেন, ঝাড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ মাহাত, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন অঢ্য, মুড়াবনি বুথের সভাপতি মন্টু মাহাত ও যুব সভাপতি
দিলীপ সিং প্রমুখ।

Developed by