Breaking
24 Dec 2024, Tue

রাতে হানা দিল তৃণমূল, শতাধিক ঘর ভাঙলো বিজেপির

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ভোটের মুখে চিন্তায় বিজেপি। রাতে-বিরেতে হানা দিল তৃণমূল। ঘর ভাঙলো বিজেপির। রবিবার রাতে এমনই হানা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সেই হানার জেরে শতাধিক বিজেপি কর্মী রাতারাতি বিজেপি ছেড়ে যোগ দিয়েছে তৃণমূলে। পঞ্চায়েত নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় বিনপুরের হাড়দা গ্রাম পঞ্চায়েত দখল নিয়েছিল। একটি আসনও পায়নি শাসকদল তৃণমূল। রবিবার রাতে এহেন ঘটনার পর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে স্থানীয় বিজেপি নেতৃত্বের। তৃণমূলের ঝাড়গ্রাম জেলা কোর কমিটির চেয়ারম্যান সুকুমার হাঁসদা এবং জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাসদের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয় বিজেপি কর্মীরা। তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন নেতারা।

Developed by