Breaking
25 Dec 2024, Wed

তার সম্পত্তির অভাব নেই, ঘাটালে টাকা চুরি করতে আসেন নি,কর্মীসভায় দেব

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী(দেব) সমর্থনে আজ খড়্গপুর ২নং ব্লকের চাঙ্গুয়াল গ্রামে কর্মী সভার আয়োজন করা হয়।উল্লেখ্য ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্ধারণের পর থেকেই বিরোধী দলের প্রার্থীরা তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর নামে একের পর এক অভিযোগ এনেছে।কখনও তাঁর বিরুদ্ধে বলা হয়েছে বিগত পাঁচ বছরের আমলে পাঁচ বারও নিজের লোকসভা কেন্দ্রে পা রাখে নি,আবার কখনও অভিযোগ করা হয়েছে ঘাটালে মাস্টার প্ল্যানের “ম”পর্যন্ত হয়নি,সেই বক্তব্যের যোগ্য জবাব দিলেন দীপক অধিকারী ওরফে দেব,এটাই মনে করছে তৃণমূল কংগ্রেসের একাংশ।এদিন এই সভায় দীপক অধিকারী বক্তব্য রাখতে গিয়ে বলেন কখনও ভোট প্রচারে বিরোধী দলের কোনো প্রার্থীকে ছোট করে প্রচারের মূল হাতিয়ার তৈরি করার চেষ্টা করেননি তৃণমূল কংগ্রেসের ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী,যে দিন এই সব পথ অবলম্বন করবে সেই দিন রাজনীতি ছেড়ে দেওয়ার বার্তা দেন তিনি।সেই সঙ্গে বলেন, তাঁর টাকা ও সম্পত্তি অনেক রয়েছে,সুতরাং ঘাটালের সাধারণ মানুষের টাকা চুরি করতে আসেননি দেব।

Developed by