Breaking
26 Dec 2024, Thu

দিলীপের উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে কমিশনে তৃনমূল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বিতর্কিত মন্তব্য করায় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস। রবিবার কেশপুর থানার গোলাড় গ্রামে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে নির্বাচনী জনসভায় যান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার প্রকাশ্য সভায় দিলীপ ঘোষ বলেন, যদি কেউ তাদের নির্বাচনী কর্মকাণ্ডে, প্রচারে বা দলের ‌পতাকা তুলতে বাধা দেয় তাহলে তিনি তাঁর ডেথ সার্টিফিকেট লিখে দেবেন এবং সেই ব্যক্তি যেখানেই লুকিয়ে থাকুন না কেন তাঁকে খুঁজে বের করে নিজের হাতে শাস্তি দেবেন।

বিজেপির রাজ্য সভাপতির ওই মন্তব্য নিয়ে তোলপাড়া শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। তৃণমূল নেতাদের অভিযোগ, প্রকাশ্যে এই ধরনের কথা বলে দিলীপ ঘোষ ভোটের আগে উত্তেজনা ছড়াচ্ছেন। অশান্তি বাধানোর চেষ্টা করছেন। হুমকি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের খুন করা হবে।

বিজেপি নেতার এই ধরনের উত্তেজক কথা বলার জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করা হবে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অজিত মাইতি। যদিয়ও ওই বিতর্ক নিয়ে কোন আমল দিতে চাননি বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, আমি যা বলেছি, যাদের বলেছি তা তারা বুঝে গিয়েছেন। দিলীপ ঘোষ বলেন, কেশপুর-সহ বিভিন্ন এলাকায় আমাদের নেতা-কর্মী দের ওপর শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে। আমি কেশপুরের সভায় বলেছি, যদি কেউ আমাদের কর্মীদের গায়ে হাত দেয় তাহলে তিনি যেন অন্তিম পরিণতির জন্য তৈরি থাকেন। আমি পরিষ্কার করেই বলেছি সে কথা।

Developed by