Breaking
27 Dec 2024, Fri

বসে গেল ডুলুং ব্রীজ, আপাতত যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করল পুলিশ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সোমবার হঠাৎই বসে গেল ডুলুং ব্রীজ। আপাতত যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। গোপীবল্লভপুর ২ ব্লকের রগড়া থেকে ঝাড়গ্রাম রুটে বড়ামারাতে ডুলুং নদীর উপর ব্রিজটি হটাৎ করে বসে যায়। এই মুহূর্তে যানবাহন চলাচল বিপদজনক। তাই প্রশাসনের পক্ষ থেকে সমস্ত যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে।

ছবি ও তথ্য :তৃন্ময় বেরা

Developed by