Breaking
1 Nov 2024, Fri

ঝাড়গ্রাম শহরে প্রথম খ্রীষ্টান মিশনারির উদ্যোগে চালু হচ্ছে ইংরেজি মাধ্যম স্কুল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম শহরে প্রথম খ্রীষ্টান মিশনারির উদ্যোগে চালু হচ্ছে ইংরেজি মাধ্যম স্কুল। আজ, সোমবার থেকে ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রাম এলাকায় চালু হচ্ছে হোলি ট্রিনিটি স্কুল (ইংরেজি মাধ্যম)। ঝাড়গ্রাম হোলি ট্রিনিটি চার্চের রেভারেন্ড ফাদার কুরিয়াকোস ফান্নিকেল জর্জ এই স্কুলের অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন। চলতি শিক্ষাবর্ষে চালু হওয়া এই স্কুলে আপাতত তিনটি ক্লাস থাকছে। প্রতি বছর ধাপে ধাপে বেড়ে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশুনা চলবে এই স্কুলে। নার্সারি, কেজি, প্রথম শ্রেণি এই তিনটি ক্লাস চালু হচ্ছে চলতি বছরে। আইসিএসসি বোর্ডর অধীনে রয়েছে এই স্কুলটি। এই স্কুলটি পরিচালনার দায়িত্বে রয়েছে রোমান ক্যাথলিক আচ ডায়োসিস কলকাতা।

Developed by