Breaking
26 Dec 2024, Thu

বিধানসভা ভিত্তিক কর্মী সভা তৃণমূলের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিধানসভা ভিত্তিক কর্মী সভায় জোর দিয়েছে তৃণমূল। এদিন নয়াগ্রাম বিধানসভার অন্তর্গত গোপীবল্লভপুরে বৈঠক করেন দলের নেতারা। উপস্থিত ছিলেন প্রার্থী বিরবাহা সরেন টুডু , নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু, নয়াগ্রামের ব্লক সভাপতি উজ্জ্বল দত্ত, গোপীবল্লভপুরের ব্লক সভাপতি শংকর হাঁসদা,তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সত্যরঞ্জন বারিক প্রমুখ।

Developed by