Breaking
26 Dec 2024, Thu

বীরবাহা সরেন টু়ুডুর সমর্থনে চন্দ্রীতে বিশাল মিছিল তৃণমূলের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নাম ঘোষনা হওয়ার পর থেকেই জামবনি ব্লকের নিজের গ্রাম থেকে প্রচার শুরু করেছিলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী বীরবাহা সরেন টু়ুডু। তারপর থেকেই টানা প্রচারে ব্যস্ত তিনি। মিটিং,মিছিল,কর্মী বৈঠক থেকে শুরু করে প্রকাশ্য জনসভা সব কিছুতেই অন্যান্য রাজনৈতিক দলগুলি থেকে অনেক এগিয়ে রয়েছে বলে মত রাজনৈতিক মহলের। লোকসভা কেন্দ্রের অন্তর্গত প্রায় সব ব্লকেই তিনি ইতিমধ্যে কর্মী বৈঠক থেকে শুরু করে মিটিং,মিছিল,জনসংযোগ সেরেছেন। কয়েক দিন আগেই গোপীবল্লভপুরে যাত্রা ময়দানে প্রকাশ্য জনসভা করে গিয়েছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।রবিবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী বীরবাহা সরেন টু়ুডুর সমর্থনে বিশাল মিছিল হয় ঝাড়গ্রাম ব্লকের চন্দ্রীতে। এই মিছিলের নেতৃত্বে ছিলেন স্থানীয় বিধায়ক চূড়ামনি মাহাতো, ঝাড়গ্রাম জেলার কোর কমিটির সদস্য শিবেন্দ্র বিজয় মল্লদেব, ঝাড়গ্রাম জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য শুভ্রা মাহাতো, যুব নেতা অশোক মাহাতো, বর্ষীয়ান তৃণমূল নেতা অনিল মন্ডল প্রমুখ, ব্লক সভাপতি রবীন্দ্রনাথ মাহাতো প্রমুখ। এদিন পুরো চন্দ্রী বাজার পরিক্রমা করে মিছিলটি।

Developed by