Breaking
26 Dec 2024, Thu

ভোটদানে উৎসাহিত করতে ঝাড়গ্রামে বাজবে থিম সং

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ভোটদানে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জায়গায় বাজবে ‘থিম সং’। ঝাড়গ্রাম জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক আয়েষা রানি এ জেলা কালেক্টরেট হলে থিম সংয়ের সূচনা করলেন। পাশাপাশি ম্যাসকটের মাধ্যমে জেলায় সচেতনতামূলক প্রচার চালানো হবে। এদিন ম্যাসকটটির আনুষ্ঠানিক সূচনা করেন জেলা নির্বাচন আধিকারিক।
মাওবাদী সন্ত্রাস পর্বের পরে ঝাড়গ্রাম জেলায় এই প্রথম লোকসভা ভোট হবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। জানা গিয়েছে, সাত মিনিটের থিম সংটি লিখেছেন তথ্য সংস্কৃতি আধিকারিক বরুণ মণ্ডল। প্রতিটি ব্লক অফিস, ট্যাবলো, ভিভি প্যাটের সচেতনতামূলক গাড়ি ও হাটে¬-বাজারে এই গান বাজানো হবে। জেলা নির্বাচনী আধিকারিক আয়েষা রানি এ বলেন, ভোটাররা সঠিকভাবে যাতে ভোট দিতে পারেন এজন্য প্রত্যেক ভোটারকে সচেতন করতে হবে। সমস্ত জায়গায় ফ্লেক্স টাঙানো হয়েছে। বাংলা, ইংরেজি ভাষার পাশপাশি সাঁওতালি ভাষায় প্রচার চলছে। ভোটদানে মানুষের উৎসাহ বাড়ানোর জন্য থিম সংয়ের মাধ্যমে প্রচার

Developed by