Breaking
26 Dec 2024, Thu

ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীর সমর্থনে কর্মীসভা গড়বেতাতে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ঝাড়গ্রাম লোকসভা ভোট সড়গরম । কোন দলই একইঞ্চি জমি ছাড়তে নারাজ । ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী যজ্ঞেশ্বর হেমব্রমও নেমে পড়েছেন প্রচারে। সকাল থেকেই গড়বেতাতে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী যজ্ঞেশ্বর হেমব্রমের সমর্থনে কর্মীসভা অনুষ্ঠিত হয় । কংগ্রেসের উন্নয়নকে হাতিযার করে প্রার্থী যজ্ঞেশ্বর হেমব্রম ছাড়াও কর্মীসভাতে উপস্হিত সমস্ত নেতৃবৃন্দ একে একে সবাই বক্তব্য রাখেন । আজকের এই কর্মীসভাতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি সৌমেন খান,কংগ্রেস নেতা কুনাল ব্যানার্জী,অরূপ মুখার্জি,ঝাড়গ্রাম জেলা কংগ্রেসের কালিপদ মাইতি, প্রসেনজিৎ দে এবং বিভিন্ন ব্লক নেতৃত্ব ও কর্মীরা ।

Developed by