Breaking
26 Dec 2024, Thu

পদ্ম শিবিরের আইটি সেলকে ‘জবাব’ দিতে ডিজিটাল টিম গড়লেন ব্রাত্য!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- লড়াই শুধু মাঠে ময়দানে নয়, লড়াই সোশ্যাল মিডিয়াতেও। আর নির্বাচনের দোরগোড়ায় এসে সেই লক্ষ্যেই ডিজিটাল টিম গড়লেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। মোট ৩২ জন তরুণ-তরুণী কাজ করছেন এই ডিজিটাল টিমে। যাঁদের ‘গাইড’ হিসেবে থাকবেন স্বয়ং ব্রাত্য।

সেই ডিজিটাল টিমের টি-শার্ট উদ্বোধন হল শনিহার। গোটা টিম তৃণমূল সরকারের গত পাঁচ বছরের উন্নয়নের তথ্য যেমন তুলে ধরবে, সেইসঙ্গে বিজেপির আইটি সেলের মিথ্যা দাবিগুলিকে আক্রমণ শানাবে। সেইসঙ্গে মূলত দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌগত রায় কী কী কাজ করেছেন, তাও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরাই হবে এই দলের কাজ।

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় বিজেপির আইটি সেলের কার্যক্রম সর্বজনবিদীত। সারা বছরেই তাঁদের সক্রিয়তা লক্ষ্য করা যায়। তাই ভোটের আগে এসে তাঁদের মোকাবিলা কি করা সম্ভব?ব্রাত্য বসু অবশ্য আশাবাদী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই যে আসল জবাব বিজেপির জন্য, তাও মনে করিয়ে দিয়েছেন মন্ত্রী ব্রাত্য।

Developed by