Breaking
26 Dec 2024, Thu

শ্রীরামপুরে ভয়ঙ্কর দুর্ঘটনা! মুখোমুখি ধাক্কা মারল লোকাল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- হুগলির শ্রীরামপুরে বড়সড় রেল দুর্ঘটনা। শ্রীরামপুরে ঢোকার সময় ইনসপেকশন কারের সঙ্গে মুখোমুখি ধাক্কা আপ শেওড়াফুলি লোকালের। দুর্ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন ৯ জন যাত্রী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, একই লাইনে দুটি ট্রেন চলে আসে। ইনসপেকশন কারের পিছনে চলে আসে শেওড়াফুলি লোকাল। ইনসপেকশন কারটি দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গেই শেওড়াফুলি লোকালটি থামিয়ে দেওয়ার চেষ্টা করেন চালক। কিন্তু, তাতেও এড়ানো যায়নি দুর্ঘটনা। তবে, দুটির-ই গতি কম থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে।

এখনও পর্যন্ত জানা গিয়েছে, আপ শেওড়াফুলি লোকাল নিয়ম মেনেই যাচ্ছিল। কিন্তু একই লাইনে কীভাবে দুটি ট্রেন চলে আসে? কেন সিগন্যাল দেওয়া হয়নি? সব নিয়েই তদন্ত শুরু হয়েছে।

Developed by