Breaking
26 Dec 2024, Thu

হাতের আঙুলে ভোটের কালি দেখালেই পেট্রোল ও ডিজেলে মিলবে ছাড়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- ভোটের দিন পেট্রোল ও ডিজেল কিনলেই মিলবে ছাড়। কিন্তু তাঁর জন্য শর্ত হল ভোট দিতে হবে। হাতের আঙুলে ভোটের কালি থাকলেই পাওয়া যাবে ওই বিশেষ ছাড়।একটানা দীর্ঘ দিন পেট্রোল এবং ডিজেলের দাম নিয়ে নাজেহাল সাধারণ মানুষ। যা নিয়ে কেন্দ্রকে আক্রমন করেছে বিরোধী শিবির। পেট্রোল-ডিজেলের দাম নিয়ন্ত্রণে আনতে ওই দুই জ্বালানি তেলকে জিএসটি-র আওতায় নিয়ে আসার দাবিও উঠেছে। যদিও তা কার্যকর হয়নি। কেন্দ্র এবং রাজ্য সরকারের করের চাপে ক্রমশ ওঠানামা করেছে পেট্রোল-ডিজেলের দর। এই অবস্থায় দেশবাসীকে স্বস্তি দিল সারা ভারত পেট্রোলিয়াম ডিলারাস অ্যাসোসিয়েশন। ভোটের দিন পেট্রোল এবং ডিজেল কিনলে লিটার প্রতি ছাড় দেওয়া হবে বলে ঘোষণা করেছে সংগঠনটি। লিটার প্রতি ৫০ পয়সা ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে সারা ভারত পেট্রোলিয়াম ডিলারাস অ্যাসোসিয়েশন। তবে সেই ছাড় পাওয়া যাবে কেবল মাত্র ভোটের দিনেই।

Developed by