Breaking
26 Dec 2024, Thu

৪১ লক্ষের সম্পত্তি চেপে গেছেন অমিত শাহ – ভোটে না দাঁড়াতে দেওয়ার আর্জি নিয়ে কমিশনে বিরোধীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- নির্বাচন কমিশনে পেশ করা হলফনামায় ইচ্ছাকৃতভাবে সম্পত্তির পরিমাণ কমিয়ে দেখিয়েছেন বিজেপি সভাপতি অমিত শাহ। এই অভিযোগ তুলে গান্ধীনগর কেন্দ্র থেকে শাহর মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছে কংগ্রেস। এমনকী বিজেপি সভাপতির বিরুদ্ধে ‘ভুয়ো হলফনামা’ পেশের অভিযোগও কমিশনকে জানিয়েছে বিরোধীরা।বিরোধীদের দাবি, অমিত শাহ এটা ইচ্ছাকৃতভাবে করেছেন। ভুয়ো হলফনামা দাখিলের জন্য বিজেপি সভাপতির বিরুদ্ধে তদন্ত করার আর্জিও জানিয়েছে বিরোধীরা।কংগ্রেস-সহ বিরোধীদের অভিযোগ, ‘ফের একটি ভুয়ো হলফনামা জমা দিয়েছেন অমিত শাহ। যেখানে দু’টি গুরুত্বপূর্ণ বিষয় বাদ দেওয়া হয়েছে। প্রথমটি হল গান্ধীনগরের একটি জমি। দ্বিতীয়টি হল, একটি বাণিজ্যিক ব্যাঙ্ক থেকে তাঁর ছেলের নামে নেওয়া ঋণ। এই ঋণের জন্য গ্যারান্টার ছিলেন অমিত নিজেই’। তাদের আরও অভিযোগ, ‘ইচ্ছাকৃত ভাবে গাঁধীনগরের সম্পত্তির পরিমান কমিয়ে দেখিয়েছেন অমিত শাহ। সরকারি নথি অনুযায়ী, এই সম্পত্তির বাজারদর ৬৬ লক্ষ ৫০ হাজার টাকা। অথচ নিজের পেশ করা হলফনামায় এই সম্পত্তির মূল্য ২৫ লক্ষ টাকা দেখানো হয়েছে’।
গান্ধীনগরের একটি জমি ছাড়াও একটি ব্যাঙ্ক লোনের প্রসঙ্গও তুলেছে বিরোধীরা। মনোনয়ন পেশের আগেই নিজের দু’টি সম্পত্তি কালুপুর কমার্শিয়াল কো-অপারেটিভ ব্যাঙ্কে বন্ধক রেখেছিলেন অমিত। নিজের ছেলে জয় শাহ-র কোম্পানি ‘কুসুম ফিনসার্ভ’-এর জন্যই এই সম্পত্তি বন্ধক রেখেছিলেন তিনি। অভিযোগে কংগ্রেস জানিয়েছে, ‘এই জমি বন্ধক রাখার জন্যই অমিত শাহ-র ছেলে জয় শাহকে ২৫ কোটি টাকা ঋণ দিয়েছিল গুজরাতের অন্যতম বৃহত্তম এই কো-অপারেটিভ ব্যাঙ্ক। কিন্তু নিজের হলফনামায় এই লোনের বিষয়টিও চেপে গিয়েছেন অমিত শাহ।

Developed by