Breaking
26 Dec 2024, Thu

ঝড়ে পড়ল আলোশ্রী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুক্রবার সন্ধ্যায় ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ল ঝাড়গ্রাম ননিবালা বালিকা বিদ্যালয়ের আলোশ্রী প্রকল্পের সোলার প্যানেল। জানা গিয়েছে , মোট ৩৪ টি সোলার প্যানেল বসেছিল স্কুলের ছাদে। তার মধ্যে একটি ঝড়ের জেরে নিচে পড়ে গিয়েছে। আরো দুটি ঝুলন্ত অবস্থায় রয়েছে।আলোশ্রী প্রকল্পের মোট ১০ লক্ষ টাকা ব্যয় করে এই সোলার প্যানেলটি গত বছর করা হয়েছিল। যা সৌরশক্তিকে বৈদ্যুতিক শক্তি তে রূপান্তরিত করে সমগ্র বিদ্যালয় আলোকিত করত। এমনকি গরমের সময় ফ্যানের হওয়া দিত ক্লাসে।
তথ্য ও ছবি : বুদ্ধদেব বেরা

Developed by