Breaking
25 Dec 2024, Wed

৪৫ কিমি বেগে ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভবনা দক্ষিণবঙ্গে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স: গরমের দাপটে নাজেহাল শহরবাসী ৷ রোদের তেজে পুড়ছে আমজনতা ৷ হাওয়া অফিস জানাচ্ছে, তাপমাত্রার পারদ প্রায় ৪০ ছুঁই ছুঁই ৷ এহেন পরিস্থিতিতে খুশির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর ৷আগামী তিন ঘণ্টায় রাজ্য জুড়ে কালবৈশাখীর পূর্বাভাস ৷ আলিপুরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের তিন জেলায় ধেয়ে আসছে বৃষ্টি ৷বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস ৷দক্ষিণবঙ্গের তিন জেলার ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর ৷ অন্যদিকে, কলকাতায় আকাশ মেঘলা থাকবে ৷ তবে, ঝড় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই ৷আলিপুর আবহাওয়া দফতরের তরফে সতর্কতা জারি করা হয়েছে ৷ প্রায় ৪৫ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া ৷ তিন জেলায় সতর্কতা জারি করা হয়েছে ৷

Developed by