Breaking
24 Dec 2024, Tue

হাতি হানা দিল গ্রামে, নষ্ট হল জমির ফসল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৃহস্পতিবার রাত্রিতে হঠাৎই ঢুকে পড়ল একদল হাতি। ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া এলাকার চুবকা অঞ্চলে ২৫-৩০টি হাতি গ্রামে হানা দেয়। হাতি চাঁদড়া, চিতলবনি, ঘোড়াজাগির মাঠের উপর দিয়ে যাওয়ায় সময় ওই মাঠের ফসল নষ্ট হয়েছে। আতঙ্কিত গ্রামবাসীরা। রাত -বিরেতে এমন হাতির হানা দেওয়ায় চিন্তা বাড়িয়েছে বাসিন্দাদের।

Developed by