Breaking
25 Dec 2024, Wed

প্রধানমন্ত্রীর সভা থেকে বাড়ি ফেরার পথে বালি গাড়ির ধাক্কায় জখম ১৩ জন বিজেপি কর্মী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : প্রধানমন্ত্রীর সভা থেকে বাড়ি ফেরার পথে বালি গাড়ির ধাক্কায় জখম হলেন ১৩ জন বিজেপি কর্মী। আহতেরা সকলেই গোপীবল্লভপুরের আলমপুরের বাসিন্দা।গতকাল ৬ নম্বর জাতীয় সড়কে রূপনারায়ন কাছে ঘটনাটি ঘটে। জখম ব্যক্তিরা হলেন তাপস পাত্র, শুভাশিস খামরই, পরেশ দিগার, ব্যোমকেশ খামরই, দুলাল দাস, কালীপদ হাবরা, জোৎস্না খামরই সহ মোট ১৩ জন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিজেপির নয়াগ্রাম বিধানসভার পর্যবেক্ষক চন্দ্রশেখর সাউ এবং সাতমা মন্ডলের বিজেপি সভাপতি জহরলাল ঘোষ। জখমদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

Developed by