Breaking
25 Dec 2024, Wed

আমেরিকা থেকে লোক এনেও বিজেপি জিততে পারবে না : পার্থ চট্টোপাধ্যায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আমেরিকা থেকে লোক এনেও বিজেপি জিততে পারবে না। গোপীবল্লভপুরের সভায় এসে একথা বললেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন,’মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন আমেরিকা থেকে লোক আসলেও মমতাকে পরাজিত করা যাবে না। তিনি জয়ী হবেন। আত্মবিশ্বাস ও আত্মসন্তুষ্টি থাকলে হবে না। মানুষের পাশে দাঁড়াতে হবে। কেউ বঞ্চিত হলে তাঁর কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। বঞ্চনার ইতিহাস জঙ্গলমহলে থাকবে না। আমি কথা দিয়ে গেলাম।’,তিনি আরও বলেন
বিজেপি ঝাড়খন্ড থেকে এসে বিভেদ তৈরি করেছে। আগে ঝাড়খণ্ড সামলাক তারপর বাংলা দেখবে। রাতের অন্ধকারে এসে কুকর্ম করে চলে যাচ্ছে। বিজেপির সাহস থাকলে মিছিল করে দেখাক।দাঙ্গাবাজের বিরুদ্ধে এক হতে হবে। এবার নির্বাচন সব দিক থেকে গুরুত্বপূর্ন।’

Developed by