Breaking
1 Nov 2024, Fri

তৃণমূলের বীরবাহাকে হারাতেই কি মুণ্ডা সমাজের প্রার্থী ? পেছনে কি তৃণমূল ‘ঘনিষ্ঠ’ ব্যক্তির কারসাজি?

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন টুডুকে হারাতেই কি মুণ্ডা সমাজের প্রার্থী দেওয়ার চাল। প্রশ্নটা উঠতে শুরু করেছে ঝাড়গ্রামে। মুণ্ডা সমাজের তেমন কোন কার্যকলাপ আগে চোখে না পড়লেও ইদানিং তাঁদের কাজকর্ম নিয়ে নজর রেখেছে রাজ্যের গোয়েন্দা দপ্তরও। যেভাবে কয়েক মাস আগে ঝাড়গ্রামের জেলাশাসকের কাছে গিয়ে ডেপুটেশন দিয়েছিল তাতেও নাকি ওই তৃণমূল ‘ঘনিষ্ঠ’ নেতার হাত ছিল বলে গোয়েন্দা সূত্রে খবর। এবারও হঠাৎ করে ‘আদিবাসী সমন্বয় মঞ্চ’ এর সঙ্গে মিটিং করে একযোগে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করে সেখান থেকে বেরিয়ে আসার পিছনে ওই তৃণমূল ‘ঘনিষ্ঠ’ ব্যক্তির হাত আছে বলে গোয়েন্দা দপ্তর সূত্রে জানা গিয়েছে। লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার আগে ওই ব্যক্তিকে ‘নবান্নে’ দেখা গিয়েছিল বলে গোয়েন্দারা জানিয়েছেন। তৃণমূল ‘ঘনিষ্ঠ’ ব্যক্তির কারসাজিতে আদতে তৃণমূলের যে ক্ষতি হয়েছে এবং আরো ক্ষতি হতে বসেছে তা টের পাচ্ছেন ঝাড়গ্রামের নেতারা।

Developed by