ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- প্রায় দেড় বছর পর আজ দার্জিলিংয়ে ফিরছেন বিমল গুরুং ও রোশন গিরি। এদিন বেলা ২টোর সময় বাগডোগরায় নামবেন তাঁরা। সেখান থেকে যাবেন পাহাড়ে। উল্লেখ্য, গতকাল সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, আপাতত পাহাড়ে নির্বাচনী প্রচার না করতে পারলেও রোশন গিরির বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ নিতে পারবে না রাজ্য সরকার। বিমল গুরুংয়ের ক্ষেত্রেও একই নির্দেশ দেওয়ার আবেদন করলেও শীর্ষ আদালতের বিচারপতি অরুণ মিশ্রর বেঞ্চ তাঁদের নির্দেশে তা স্পষ্ট করেননি। একইসঙ্গে সুপ্রিম কোর্টের আরও নির্দেশ, রোশন গিরি আগাম জামিনের আবেদন করলে কলকাতা হাইকোর্টকে তা দ্রুত শুনতে হবে। ফলে কিছুটা রক্ষাকবচ মিলতেই পাহাড়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন দুই গোর্খা নেতা। এদিকে বিমল গুরুং ও রোশন গিরিকে স্বাগত জানানোর জন্য পাহাড় থেকে দলে দলে মোর্চা সমর্থকরা জামায়াত হচ্ছেন।