ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ৪ এপ্রিল দুই পেরিয়ে তিনে পা দিল ঝাড়গ্রাম জেলা। ২০১৭ সালে আজকের দিনে ঝাড়গ্রাম রাজ কলেজের মাঠের প্রশাসনিক জনসভা থেকে ঝাড়গ্রাম জেলার আনুষ্ঠানিক সূচনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা শহরের সেই পথ চলা শুরু। পথ চলতে চলতে আজ দুই বছর পেরিয়ে তিনে পা দিলেও জন্মদিন পালনের তেমন কোন আগ্রহ নেই জেলাবাসীর। আগ্রহ নেই শাসক দলেরও। জন্মের দু’বছরের মধ্যে ঝাড়গ্রাম জেলা পেয়েছে অনেক কিছু। যা অনেক পুরোনো জেলা এখনও পায়নি। তবুও জন্মদিনটুকু পালনেও কোন উৎসাহ বা উদ্দীপনা নেই শহরবাসীর। সদ্যোজাত ঝাড়গ্রাম জেলা পেয়েছে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ২টি নার্সিং স্কুল, তিনটি সুপার স্পেশালিটি হাসপাতাল, ৮টি আইটিআই, ৫টি নতুন সরকারি কলেজ, ৪টি ইংরেজি মিডিয়াম উচ্চমাধ্যমিকের নতুন স্কুল, ৮টি কিষাণ মান্ডি, ৮টি কর্মতীর্থ, যাতায়াতের সুবিধার জন্য নয়াগ্রামে জঙ্গলকন্যা সেতু, লালগড়ে আমকলা সেতু, পাপটপুরে ব্রীজ, রাজ্যের একমাত্র শালপাতা গবেষণা ও উৎকর্ষ কেন্দ্র প্রভৃতি। সঙ্গে রয়েছে তো জেলার সব স্কুল উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ, যা কিনা আর পাঁচটা জেলার থেকে পরিকাঠামোর দিক দিয়ে অনেক বেশি উন্নত। অনেকের মতে,’না চাইতে এতবেশি কিছু মুখ্যমন্ত্রী দিয়েছেন, যার মর্ম বুঝে উঠতে পারেননি জেলাবাসী।’ স্বাভাবিক ভাবেই জন্মদিনটি পালনের আগ্রহ নেই কারোর !