Breaking
24 Dec 2024, Tue

ঝাড়গ্রাম পেল নতুন স্পেশাল ট্রেন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম পেল নতুন স্পেশাল ট্রেন। বুধবার ভোর চারটে নাগাদ এই ট্রেনটি ছাড়বে ঝাড়গ্রাম স্টেশন থেকে। হাওড়া পৌঁছাবে সকাল সাতটা পঁচিশ মিনিটে। ঝাড়গ্রাম ছাড়ার পর ট্রেনটি শুধুমাত্র দুটি স্টেশনে স্টপেজ দেবে। যাত্রীরা খড়গপুর ও মেচেদা এই দুই স্টেশন থেকে উঠতে পারবেন। জানা গিয়েছে, একমাত্র বুধবারই এই ট্রেনটি চলবে। নরেন্দ্র মোদির সভায় বিগ্রেড যাওয়ার জন্য বিশেষ এই ট্রেন বলে জানা গিয়েছে।

Developed by