Breaking
24 Dec 2024, Tue

নির্বাচনী প্রচারে ঝাড়গ্রামে আসবেন অমিত শাহ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নির্বাচন ঘোষনার পর সব রাজনৈতিক দল শুরু করেছে প্রচার। প্রচারে শুরু হয়েছে একে অপরকে টেক্কা দেওয়ার প্রস্তুতি। কে কতজন হেভিওয়েট নেতা ও সেলেব্রিটিদের নিয়ে এনে প্রচার করবে তাঁর প্রস্ততি চলছে। বিজেপির দলীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি প্রার্থী কুনার হেমব্রমের সমর্থনে ঝাড়গ্রামে নির্বাচনী সভা করতে আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তবে কবে অমিত শাহ সভা করবেন তার দিনক্ষণ চূড়ান্ত হয় নি। গত বিধানসসভা ভোটে নয়াগ্রামে নির্বাচনী সভায় যোগ দিয়েছিলেন অমিত শাহ। সেবার বিজেপি জিততে না পারলেও ৫৫ হাজার ১৪০ টি ভোট পেয়েছিল। তৃণমূল প্রার্থী দুলাল মুর্মু ৪৩ হাজার ২৫৫ ভোটে জয়ী হয়েছিলেন।গত পঞ্চায়েতে জেলায় ভালো ফল করে নিজেদের ভোট বাড়িয়েছে বিজেপি। এবার বিজেপির টার্গেট রয়েছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি। সেইমতো প্রচার চালাচ্ছে বিজেপি। তাই অমিত শাহকে এনে প্রচারে জোর ধাক্কা দিতে চাইছে বিজেপি। ঝাড়গ্রাম জেলা বিজেপির এক নেতা বলেন, ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে আসবেন অমিত শাহ। তবে দিনক্ষণ এখনও ঠিক হয় নি।

Developed by