Breaking
24 Dec 2024, Tue

অবসরের দিনই স্কুলকে ১ লক্ষ টাকা দান করলেন প্রধান শিক্ষক অনুপকুমার দে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সোমবার তিনি অবসর নিয়েছেন। ওই দিনই স্কুলকে ১ লক্ষ টাকা দান করলেন তিনি। স্কুল থেকে প্রথাগত অবসরের মুহূর্তে প্রিয় স্কুলকে এক লক্ষ টাকা দান করে নজির গড়লেন ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক অনুপকুমার দে।
এদিন স্কুলের পরিচালন সমিতির সদস্যরা উত্তরীয়, শাল, মানপত্র উপহার দিয়ে অনুপবাবুকে বিদায়-সংবর্ধনা জানান। তারপর অনুপবাবু নিজের জমানো টাকা থেকে এক লক্ষ টাকার চেক তুলে দেন পরিচালন কমিটির সদস্যদের হাতে। অনুপবাবু বলেন, ‘স্কুলে পানীয় জলের রয়েছে। কিন্তু ওই জল পরিশোধনের জন্য উপযুক্ত ব্যবস্থা নেই। তাই বড় মাপের জল পরিশোধন যন্ত্র কেনার জন্য স্কুলকে ১ লক্ষ টাকা দিয়েছি। যাতে আগামী দিনে স্কুলের পড়ুয়াদের পানীয় জল নিয়ে কোন সমস্যায় পড়তে না হয়।’

Developed by