Breaking
24 Dec 2024, Tue

বয়সে কি এসে যায় !

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বয়সটা ৮৩। কিন্তু তাতে কি এসে যায়। সুস্থ সবল এখনও তিনি। হাঁটা-চলা ফেরা সব কিছু করতে পারেন স্বাভাবিক। তাই বয়স তাঁর কাছে হার মেনেছে। এমনই দৃশ্য দেখা গেল ঝাড়গ্রাম ব্লকের আমলাচটি গ্রামে। তিনি তৃণমূলের দেওয়াল লিখনে রঙ দিচ্ছেন।

Developed by