Breaking
1 Nov 2024, Fri

পরিবেশকে সবুজ করার লক্ষে সবুজসাথীর সাইকেল নিয়ে ভ্রমণ তীর্থর

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এক বছর বয়সে বাবাকে হারিয়েছে। নবম শ্রেণীতে পড়ার সময় মাকে হারিয়েছে। জীবনের চরম ক্ষতি হওয়া সত্ত্বেও হারায়নি জীবনের মূল্যবোধ। শিখেছে জীবনের বেঁচে থাকার কঠিন লড়াই। আর এত কিছুর মধ্যে নতুন কিছু করার স্বপ্ন নিয়ে সাইকেলে বিশ্বভ্রমণ করার উদ্যোগ শুরু করেছে জলপাইগুড়ির পাহাড়পুর নাথুয়াপাড়ার তীর্থ কুমার রায়। ২১ বছরেই স্বপ্ন দেখে পৃথিবী সবুজ করার। তাই সবুজসাথীর সাইকেলই তাঁর জীবনের পরিবর্তন ঘটিয়েছে। যেহেতু নিজের সাইকেল কেনার মত ক্ষমতা ছিল না তাঁর পরিবারের। তাই বিনামূল্যে পাওয়া সাইকেলটি এখন তাঁর একমাত্র সম্বল। বর্তমানে কলকাতার হেরম্বচন্দ্র কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সে। তীর্থ বললেন,’এখনও পর্যন্ত রাজ্যের ২৯৪ টি ব্লক এবং ৪৬০০কিলোমিটার পথ এই সাইকেল দিয়ে ঘুরেছি। আমি প্রতি ব্লকে ব্লকে এবং প্রশাসনিক আধিকারিকদের কাছে যাচ্ছি। পাশাপাশি ওই ব্লকের স্কুল গুলিতে গিয়ে পরিবেশকে সুবজ করার স্বপ্নের কথা জানাচ্ছি আমার স্কুল-কলেজের বন্ধুদের।’ সোমবার বিকেলে ঝাড়গ্রাম জেলা শহরে এসে পৌঁছে সে। সাইকেল দিয়েই এখন বিশ্বকে জয় করার স্বপ্নে বুঁদ একুশের তীর্থ।

Developed by